
ফকিরহাটে শুরু হচ্ছে ৪২৫তম শ্মশান কালী পূজা
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি:
ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় অবস্থিত সাধুর সাধের বটতলা শক্তিপীঠে শুরু হতে যাচ্ছে ৪২৫তম শ্রীশ্রী শ্মশান কালী পূজা। আগামী শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ (২৪ মে ২০২৫ ইং) থেকে এই ঐতিহ্যবাহী পূজা ও ধর্মীয় উৎসব শুরু হবে, যা চলবে তিন দিনব্যাপী।
সদ্যঘোষিত সময়সূচী অনুযায়ী, পূজার প্রথম দিন শনিবার বিকেল ৪টায় আয়োজন করা হবে এক আকর্ষণীয় ফুটবল টুর্ণামেন্ট। রাত ১২টা ১ মিনিটে শুরু হবে বাৎসরিক কালিপূজা। রবিবার দিনভর চলবে ধর্মীয় মেলা, যেখানে অংশ নেবেন স্থানীয় ও বাইরের বহু ভক্ত।
সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকছে জনপ্রিয় কবি প্রীতিশ সরকার ও শ্যামল সরকারের অংশগ্রহণে মনোমুগ্ধকর কবিগানের আসর। দেশ-বিদেশ থেকে আগত ভক্তদের জন্য এই উৎসব এক অনন্য মিলনমেলা হয়ে উঠবে বলে মনে করছেন আয়োজকরা।
মন্দির কমিটির পক্ষ থেকে সভাপতি তপন রায় চৌধুরী, সহ-সভাপতি কালিপদ দাস, সাধারণ সম্পাদক বলাই দাশ ও কোষাধক্ষ দেবার্শীষ দাস সকল ভক্ত ও দর্শনার্থীদের যথাসময়ে উপস্থিত হয়ে ধর্মীয় এই মহোৎসবকে সফল করার আহ্বান জানিয়েছেন।
এই পূজার ঐতিহ্য প্রায় পাঁচ শতাব্দী পুরনো। প্রতিবছরই এখানে হাজারো ভক্তের আগমন ঘটে। পূজা ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়ামূলক নানা আয়োজন স্থানীয়দের উৎসাহ ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে।