চিতলমারীতে মানবতার ছোঁয়া: এক দিনে শতাধিক রোগীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে খ্রিস্টিয়ান সার্ভিস সোসাইটির (সিএসএস) উদ্যোগে আয়োজিত একটি মানবিক ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা পেয়েছেন। শুক্রবার (২৩ মে) উপজেলার শ্যামপাড়া মোড়ের সিএসএস কার্যালয়ে দিনব্যাপী এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সিএসএস-এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সির স্মৃতিতে আয়োজিত এই চিকিৎসা ক্যাম্পে অংশ নেন চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভিজ্ঞ মেডিকেল অফিসার ডা. মারুফা নাসরিন। তিনি শতাধিক মা ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ সরবরাহ করেন।
স্থানীয় খড়মখালী গ্রামের গৃহবধূ বেবী বেগম বলেন, “আমার বাড়ির একদম পাশে এমন ক্যাম্প হয়েছে, এটি আমাদের জন্য আশীর্বাদ। দীর্ঘদিন ধরে শরীর খারাপ ছিল, আজ চিকিৎসক খুব মনোযোগ দিয়ে দেখেছেন।”
চরবানিয়ারী ইউনিয়নের ইউপি সদস্য গোরা চাঁদ ঘোষ বলেন, “এমন একটি মহৎ উদ্যোগের ফলে আমাদের এলাকার দরিদ্র জনগণ অনেক উপকৃত হয়েছে। পার্শ্ববর্তী গ্রাম থেকেও অনেকেই চিকিৎসা নিতে এসেছেন।”
সিএসএস চিতলমারী শাখার ব্যবস্থাপক মো. আবু মুছা জানান, “আমরা এবার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছি। প্রতিবছরই গোপালগঞ্জ জোনের বাগেরহাট রিজিওনের আওতায় এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।”
এই ক্যাম্পের মাধ্যমে চিতলমারীর গরিব ও সুবিধাবঞ্চিত মানুষদের চিকিৎসা সেবা সহজলভ্য করে তোলার দিকেই গুরুত্ব দেওয়া হয়েছে বলে আয়োজকেরা উল্লেখ করেন।
