Logo
table-post
ভান্ডারিয়ায় ইউপি সদস্যদের অপসারণ দাবিতে মানববন্ধন
01/01/1970 12:00:00

ভান্ডারিয়া  প্রতিনিধি
নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে ভান্ডারিয়ায় ইউপি সদস্যদের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন সংশ্লিষ্ট এলাকার জনসাধারণ।

 বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদ চত্তরে ৫ নম্বর ধাওয়া ইউপি সদস্যদের চাঁদাবাজি, ভূমি দখল, অর্থ আত্মসাৎ, স্বজনপ্রীতি, অনিয়ম-দুর্নীতির আভিযোগ এনে অপসারণের দাবিতে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন বিপ্লব, উপজেলা বিএনপি'র সদস্য কাজী আব্দুল কুদ্দুস, ধাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ খান, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি কে এম জামাল হায়দার, পিরোজপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সজল প্রমুখ।


মানববন্ধনে বক্তারা বলেন, ধাওয়া ইউনিয়ন পরিষদ এখনো স্বৈরাচারমুক্ত হয়নি। ফ্যাসিস্ট পতিত হাসিনা সরকারের মদদপুষ্ট ইউপি সদস্যদের হাতে নির্যাতিত হয়েছে অনেক মানুষ। পতিত সরকারের দোসররা অনিয়ম, দুর্নীতি স্বেচ্ছাচারিতা, নিয়ম নীতির তোয়াক্কা না করেই নিজের মতই পরিষদ পরিচালনা করে। তারা জেলা প্রশাসক কর্তৃক নিয়োগ প্রাপ্ত প্রশাসকে আপসারনের জন্য নানা কূট কৌশল করছে। আর এতে সহযোগীতা করছে ইউনিয়ন পরিষদের বহিষ্কৃত সাবেক চেয়ারম্যান। তাদের অবিলম্বে অপসারণের করে শাস্তির আওতায় আনতে হবে।

@bagerhat24.com