Logo
table-post
রুপসার নৈহাটি ইউপিতে কর্মজীবী নারী’র উদ্যোগে অবহিত করণ সভা
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
খুলনার রুপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্থা কর্মজীবী নারী’র উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১টায় ক্রিশ্চিয়ান এইড এর সহায়তায় ও কর্মজীবী নারীর বাস্তবায়নে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইলিয়াস শেখ এর সভাপতিত্বে এবং সংস্থার প্রকল্প সহায়ক টুম্পা আক্তার মীম’র এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাউদান সী ফুড লিমিটেড এর এইচআর এডমিন মোঃ খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমীন। স্বাগত বক্তব্য এবং মুল আলোচনা করেন প্রকল্পের কর্মকর্তা শেখ রুবেল আহমেদ।

এতে আরো উপস্থিত ছিলেন, কর্মজীবী নারী প্রোগ্রাম অর্গানাইজার রাজীব কুমার সাহা, মোসা: রোমানা আক্তার, ইউপি সদস্য এসএস আলমগীর হোসেন সহ বিভিন্ন শিক্ষক ইউপি’র মহিলা-পুরুষ সদস্য সহ বিভিন্ন কোম্পানীর নারী ও পুরুষ শ্রমিকবৃন্দ। 
 

@bagerhat24.com