Logo
table-post
মোরেলগঞ্জে অবহিতকরন সভা
01/01/1970 12:00:00

মোরেলগঞ্জ প্রতিনিধি
মোরেলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের একসেস প্রকল্পের ইউনিয়ন পর্যায়ের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বারইখালি ইউনিয়ন পরিষদ হলরুমে হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ-এর সহযোগিতায় উত্তরণ সংস্থার বাস্তবায়নে একসেস প্রকল্পের আওতায় প্রকল্প অবহিত করন সভায় সভাপতিত্ব করেন মো. মহিবুল্লাহ রফিক। 

সভায় উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা শুভাশীষ মল্লিক, ইউপি সদস্য যথাক্রমে আবু সালেহ (রফিক), আঃ লতিফ মীর,  নুরুল ইসলাম, আবুল খায়ের,  রফিকুল ইসলাম, আসাদুজ্জামান সোহেল, মো. গাউছুল হক, মোঃ নিজাম উদ্দিন, হালিমা, মাছুমা আক্তার, দৈনিক পূর্বাঞ্চলের মোরেলগঞ্জ নিজস্ব প্রতিবেদক এম.পলাশ শরীফ সহ  স্থানীয় পর্যায়ের পেশাজীবি। এছাড়া উপস্থিত ছিলেন প্রকল্পের ডি আর-আর এন্ড ওয়াশ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ইমন, কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মকর্তা মো. তারিকুল ইসলাম পলাশ।

উত্তরণের এই প্রকল্পের মাধ্যমে দুর্যোগ ঝুঁকি নিরসন, জলবায়ু সহনশীল কৃষি ও জীবিকায়ন, স্থানান্তরিত মানুষের সক্ষমতা বৃদ্ধি, পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যকর পরিষেবা বিষয়ক কাজের পরিকল্পনা রয়েছে। 

@bagerhat24.com