Logo
table-post
ফকিরহাটে মাহাতাব শেখ হত্যায় উত্তাল জনতা, ফাঁসির দাবিতে মানববন্ধন
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে আবারও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন একজন সাধারণ মানুষ। উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের কামটা এলাকায় ইউপি সদস্য মোস্তফা শেখের ছোট ভাই মাহাতাব শেখ-কে পরিকল্পিতভাবে হত্যা করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় জনতা।

বুধবার (২১ মে) বিকেলে কামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন নিহতের পরিবার-পরিজনসহ এলাকার শতাধিক সাধারণ মানুষ।

নিহতের বোন রোমেছা বেগম, মারুফা বেগম, ভাতিজা মহসিন শেখ, ভাই ওহাব শেখ, লিটন শেখ, রিপন শেখ ও অন্যান্য আত্মীয়রা বক্তব্যে বলেন, “মাহাতাবকে নির্মমভাবে পিটিয়ে ও বিষাক্ত ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা এলাকার প্রভাবশালী হওয়ায় বারবার অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে।”

তারা অভিযোগ করেন, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যা। দ্রুত সময়ের মধ্যে সব আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

ঘটনার পর নিহতের ভাই রিপন শেখ বাদী হয়ে ফকিরহাট থানায় ৫ জনের নামোল্লেখসহ আরও ৫ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা (মামলা নং ৭, ধারা ৩০৪/৩৪ পেনাল কোড) দায়ের করেন।

পুলিশ ইতোমধ্যে মামলার প্রধান আসামি ইমরান মোল্লা রিপন (৩০)-কে গ্রেপ্তার করেছে। তবে অন্য আসামিরা এখনও পলাতক। মামলার অগ্রগতি না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে।

মানববন্ধনে অংশগ্রহণকারী অনেকে বলেন, “আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির রায় না এলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।”

@bagerhat24.com