
রামপালে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড পোল্ট্রি খামার, সর্বস্ব হারিয়ে দিশেহারা আনোয়ার
01/01/1970 12:00:00ঘূর্ণিঝড়ে গুঁড়িয়ে গেছে তিনটি সেড, ৪০ লক্ষাধিক টাকার ক্ষতিতে পথে বসেছেন খামারি।
এম. এ. সবুর রানা, রামপাল
রামপাল উপজেলায় আকস্মিক ঘূর্ণিঝড়ে একটি স্বপ্নের পোল্ট্রি খামার মুহূর্তেই ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। উপজেলার খেগড়াঘাট এলাকায় স্থাপিত “মেসার্স আরাফাত পোল্ট্রি ফার্ম”-এর মালিক শেখ আনোয়ার হোসেন বর্তমানে আর্থিকভাবে চরম সংকটে পড়েছেন।
তিনি জানান, বিদেশে চাকরির কষ্টার্জিত সঞ্চয় এবং সোনালী ব্যাংকের গিলাতলা শাখা থেকে নেওয়া ৩০ লক্ষ টাকার ঋণের উপর নির্ভর করেই খামারটি গড়ে তোলা হয়েছিল। ধীরে ধীরে লাভের মুখ দেখছিলেন, কিন্তু ১২ মে হঠাৎ প্রবল ঘূর্ণিঝড়ে তার খামারের দুটি সেড সম্পূর্ণ এবং একটি আংশিক বিধ্বস্ত হয়।
ধ্বংসপ্রাপ্ত সম্পদের মধ্যে ছিল প্রায় ৯০০ লেয়ার মুরগি, ১০ বস্তা ফিড, স্বয়ংক্রিয় পানির ব্যবস্থা, খামারের যন্ত্রপাতি ও মুরগি স্থানান্তরের ব্যয়সহ মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ৪০ লক্ষ টাকা।
শেখ আনোয়ার বলেন, “খামারটি আমার জীবনের স্বপ্ন ছিল। এখন সব হারিয়ে কিস্তি পরিশোধের চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে গেছে।” তিনি আরও জানান, সোনালী ব্যাংকের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির বিষয়টি নথিভুক্ত করেছেন।
বর্তমানে তিনি সরকারি বা আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতার আশায় দিন গুনছেন যাতে পুনরায় ঘুরে দাঁড়ানো সম্ভব হয়। স্থানীয় বাসিন্দারা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এই খামারিকে সহায়তা না করলে তিনি আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবেন না।