
কচুয়ায় গ্রাম আদালত কার্যক্রম জোরদারে দিনব্যাপী প্রশিক্ষণ ও ভিডিও প্রদর্শন
01/01/1970 12:00:00নকীব মিজানুর রহমান
বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের সদস্যদের জন্য একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের আয়োজন করে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন "বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)" প্রকল্প। এতে উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডা. মোঃ ফকরুল হাসান। পুরো প্রশিক্ষণ সেশনটি পরিচালনা করেন এবং গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কিত ভিডিও উপস্থাপন করেন মোঃ জাকারিয়া হোসেন, যিনি মোড়েলগঞ্জ, কচুয়া ও চিতলমারী উপজেলার গ্রাম আদালতের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
দিনব্যাপী এই প্রশিক্ষণ সভার সভাপতিত্ব করেন কচুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ। অংশগ্রহণকারী সদস্যরা গ্রাম আদালতের প্রক্রিয়া, স্থানীয় বিচার ব্যবস্থায় এর ভূমিকা ও সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তিতে এই আদালতের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।
স্থানীয় সমস্যা সমাধানে গ্রাম আদালতের ভূমিকা আরও জোরদার করতে এই ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।