Logo
table-post
ফকিরহাটে গলায় ফাঁস দিয়ে মাদ্রাসা  ছাত্রকে হত্যা, দুই শিক্ষার্থী আটক
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা উমনে হুমাইদ একাডেমি এতিমখানায় এক ছাত্রকে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ রাতেই ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার এবং অভিযুক্ত দুইশিক্ষার্থীকে আটক করেছে। নিহত শিক্ষার্থী মো: আশরাফুল শেখ (১২) বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। সে ওই শিক্ষা প্রতিষ্ঠানের হাফেজিয়ার ছাত্র। গ্রেপ্তারকৃতরা হলেন একই শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ছাত্র মিরাজুল ইসলাম ইয়াসমিন (১৪)। সে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার রঘুনাথপুর গ্রামের মিজানুর রহমান খানের ছেলে এবং সপ্তম শ্রেণির ছাত্র মো: তানভীর বিশ্বাস (১৪)। সে খুলনার বটিয়াঘাটার গাউঘরা গ্রামের রুস্তুম বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়. সোমবার (১৯ মে) বিকাল সাড়ে ৩টার দিকে ফকিরহাটের বালিয়াডাঙ্গা উমনে হুমাইদ একাডেমি এতিমখানার শিক্ষার্থী মিরাজুল ইসলাম ইয়াসমিন, মোঃ তানভীর বিশ্বাস ও মো: আশরাফুল শেখ, শিক্ষা প্রতিষ্ঠানের পাশে একটি বাগানে গামছা দিয়ে গলাচিপা খেলতে খেলতে মো: আশরাফুল শেখকে ওই দুইশিক্ষার্থী গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে।

এরপর মরদেহ নিয়ে মাদ্রাসার পিছনে টয়লেটে রেখে দেয়। পরবর্তীতে রাত সাড়ে ১০টার দিকে মরদেহ উচু দেওয়ালের উপর দিয়ে বাইরে ফেলে দেয়। এরপর রাত সাড়ে ১২টার দিকে উক্ত মাদ্রাসার এক ছাত্রকে ঘটনাটি জানায়। সেই মাদ্রাসার ছাত্র অধ্যক্ষ হাফেজ নাজমুল ইসলামকে বিষয়টি অবগত করায়।

এরপর মাদ্রাসা কর্তৃপক্ষ ফকিরহাট থানা পুলিশকে অবহীত করেন। এদিকে নিহত শিক্ষার্থীর মা মোসা: ফাতেমা বেগম জানান, মাদ্রাসা কর্তৃপক্ষ ঘটনার দিন সন্ধ্যায় জানান যে তার ছেলেকে খুজে পাওয়া যাচ্ছে না। পরবর্তীরে রাতে তিনি জানতে পারেন তার ছেলেকে মৃতঃ অবস্থায় পাওয়া গেছে।

 

ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় দুইশিশুশিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। 
 

@bagerhat24.com