
বাগেরহাটে অভিজ্ঞতা বিনিময় সভা
01/01/1970 12:00:00নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটে মাল্টি এক্টর প্লাটফর্ম- ম্যাপ সদস্যদের নিয়ে সমন্বিত অংশীদারিত্বমূলক ব্যবস্থায় জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় অর্থায়ন ও বীমা কাঠামো বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০মে) অ্যাওসেড এর বাস্তবায়নের কেয়ার বাংলাদেশ এর কারিগরি সহায়তায় জার্মান দাতা সংস্থা বিএমজেড এর আর্থিক সহযোগিতায় উদয়ন বাংলাদেশ মিলনায়তনে এই সভা হয়।
সভায়, প্রধান অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিশেষ করে বাগেরহাট ও সাতক্ষীরা জেলার শরনখোলা ও তালা উপজেলা বিশেষ করে উপক’লীয় অঞ্চলে জলবায়ু ঝুঁকি, ক্ষয়-ক্ষতি এবং জাতীয় ও আন্তর্জাতিক নীতি নির্ধারণের কথা বিবেচনা করে জলবায়ু অর্থায়ন এবং বীমা, জলবায় পরিবর্তন অভিযোজনে বিদ্যমান অনুশীলন এবং জলবায় প্রশমন উল্লেখ করে বিষয়ভিত্তিক আলোচনা করেন সভায় অংশগ্রহন কারি সদস্যরা।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, সাবেক সাধারন সম্পাদক আলী আকবার টুটুল, সাংবাদিক আজাদুল হক, ইসরাত জাহান, মামুন আহম্মদে, নকীব সরিাজুল হক, সৈয়দ শওকত হোসেন, এ্যাডঃ মেহেরুন নেছা, নারগিস আক্তার লুনা প্রমুখ।