Logo
table-post
ফকিরহাটের পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের ঐতিহ্যবাহী পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ে নবাগত এডহক কমিটির পরিচিতি ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) সকাল ১১টায় বিদ্যালয়ের হল রুমে এই পরিচিতি ও প্রথম সভা অনুষ্ঠিত হয়।

নবাগত এডহক কমিটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ রফিকুল ইসলাম গাজী’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সদস্য সচিব ও প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ফকির, অভিভাবক সদস্য মোস্তফা কামাল হারুন, শিক্ষক প্রতিনিধি শিল্পি রানী দেবনাথ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি মীর মোশারেফ, জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ইউনিয়ন জামাতের আমীর হাফেজ মাওঃ মোঃ নাজমুল ইসলাম, উপজেলা সমাজকল্যান পরিষদের সভাপতি মোঃ জাহাংগীর হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল কবির, আলহেরা আলীম মাদ্রাসার শিক্ষক গাজী শহিদুল্লাহ, সহকারী শিক্ষক অসিত কুমার দাশ, ইউনিয়ন বিএনপি নেতা ও শিক্ষানুরাগী আব্দুল বারিক মোড়ল, মোতালেব শেখ, যুবদল নেতা মোজাহিদুর রহমান সুমন ও ওর্য়াড বিএনপি নেতা আলেপ প্রমুখ।

সভা পরিচালনা করেন, আজিজুর রহমান। সভায় শিক্ষারমান উন্নয়ন, ঝরেপড়া রোধ, অবকাঠামোগত উন্নয়ন এবং নৈতিক ও ধর্মিয় শিক্ষারউপর গুরুত্বারোপ করে বিভিন্ন বক্তারা বক্তৃতা করেন। এসময় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।  
 

@bagerhat24.com