Logo
table-post
বাগেরহাটে শহীদ জিয়া স্মৃতি সংসদের পরিচিতি সভা
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বাগেরহাটে শহীদ জিয়া স্মৃতি সংসদ, জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেলে বাগেরহাট খানজাহান আলী (রহ) এর মাজার সংলগ্ন 'পর্যটন মোটেল এ্যান্ড ইয়ুথ ইন' মিলনায়তনে এই সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, শহীদ জিয়া স্মৃতি সংসদ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ কবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম হাসান খোকন।

শহীদ জিয়া স্মৃতি সংসদ, বাগেরহাট জেলা শাখার আহবায়ক মোঃ আঃ কবীরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সদস্য সচিব মোঃ শামীম হাসান সাহেব, বাগেরহাট সদর উপজেলার আহবায়ক এ্যাড. শেখ আব্দুল কবির, শেখ কবির, মল্লিক হাফিজুর রহমান তারেক, শেখ তরিকুল ইসলাম, মোল্লা সালাউদ্দিন, মল্লিক জাহাঙ্গীর, খান হায়দার আলী, মসিউর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের গন মানুষের মুক্তির জন্য বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তার আদর্শে বিশ্বাসী হয়ে আমরা বিএনপি করি। তার আদর্শে মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং তারেক রহমানকে একটি শক্তিশালী সংগঠন উপহার দিতে শহীদ জিয়া স্মৃতি সংসদের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা। স্বল্প সময়ের মধ্যে বাগেরহাট জেলার প্রতিটি উপজেলায় পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে জানান আয়োজকরা।

 

@bagerhat24.com