Logo
table-post
চিতলমারী যুবদলের প্রথম আহবায়ক লালু আর নেই, বিভিন্ন মহলের শোক
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি
চিতলমারী উপজেলা বিএনপির আহবায়ক মোমিনুল হক টুলু বিশ্বাসের বড় ভাই এবং চিতলমারী যুবদলের প্রথম আহবায়ক আমিনুল হক লালু বিশ্বাস (৬০) আর নেই। বৃহস্পতিবার (১৫ মে) রাত ১০ টায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি উপজেলার পাটরপাড়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মরহুম এনামুল হক খোকা বিশ্বাসের পঞ্চম পুত্র ছিলেন।


শুক্রবার (১৬ মে) বিকাল ৪ টায় পাটরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


আমিনুল হক লালু বিশ্বাসের মৃত্যুর খবর শুনে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. শেখ ওয়াহিদুজ্জামান দিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও বাগেরহাট জেলা শাখার সাবেক আমীর এবং বতর্মান জেলার দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, বাগেরহাট-১ আসনে বিএনপির সাবেক নমিনী এ্যাড. প্রকৌশলী মাসুদ রানা, চিতলমারী উপজেলা বিএনপির সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু, যুগ্ম-আহবায়ক শোয়েব হোসেন গাজী, শরিফুল হাসান অপু, বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, চিতলমারী উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নেয়ামত আলী খান ও তাঁতীদলের সভাপতি মামুন তালুকদার, চিতলমারী দারুল উলুম কওমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রহমান, শেরে বাংলা কলেজের অধ্যক্ষ কাজী মিজানুর রহমান, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম সুলতান সাগর, সাধারন সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবু ও স্কুল শিক্ষক মোঃ সাফায়েত হোসেন প্রমূখ।
 

@bagerhat24.com