
ভান্ডারিয়ায় নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা
01/01/1970 12:00:00ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি.
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলন আয়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রদলের সাবেক সভাপতি, জিয়া পরিষদ বেসরকারি ব্যাংকের সভাপতি ও নবগঠিত কমিটির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক রেহেনা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মোঃ জুয়েল মৃধা,বরিশাল বিএডিসির উপ-পরিচালক কৃষিবিদ কে এম আখতার হোসেন ।
বাদল মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এর পরিচালক ও নবগঠিত এডহক কমিটির অভিভাবক সদস্য মোঃ মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এডহক কমিটির সদস্য সচিব অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ মুজিবুর রহমান খান,ধাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ খান, বিদ্যালয়ের শিক্ষক কে এম জামাল হায়দার, উপজেলা বিএনপি'র সদস্য কাজী আব্দুল কুদ্দুস, সাবেক প্রধান শিক্ষকএম এ বারী হাওলাদার, মোঃ হারুন অর রশিদ,অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্র একজিম ব্যাংক পটুয়াখালী শাখার ম্যানেজার মোঃ আরিফ হোসেন খান, অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্র বিএনপি নেতা শফিউল আলম গাউস প্রমুখ।
উল্লেখ্য গত ৫মে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল এর বিদ্যালয় পরিদর্শকের সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ এডহক কমিটির অনুমোদন দেয়া হয়।