Logo
table-post
ফকিরহাটের শ্যামবাগাত গ্রামে বিদ্যুতায়িত হয়ে গৃহবধুর করুন মৃত্যু
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে বিদ্যুতায়িত হয়ে এক অবসরপ্রাপ্ত সেনা সদ্যসের স্ত্রীর করুন মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলার পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেশমা ইয়াসমিন (৪০) উপজেলার শ্যামবাগাত গ্রামের এএএম শাহরিয়ারের স্ত্রী। তিনি একজন গৃহীনি। পুলিশ ও স্থানীয়রা জানায়, রেশমা ইয়াসমিন নিজ বাসায় ইলেকট্রিক চুলায় রান্না করার সময় বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনার শিকার হন।

পরে স্থানীয়রা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফকিরহাট উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, মৃত রেশমা ইয়াসমিনের মরাদেহের সুরাতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

@bagerhat24.com