Logo
table-post
ফকিরহাটে একদিনে দুই মৃত্যুর ঘটনা, খালে বৃদ্ধের মরদেহ ও পুকুরে শিশুর করুণ মৃত্যু
01/01/1970 12:00:00

ফকিরহাট  প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সোমবার (১২ মে) সকালে দুটি মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। পৃথক দুটি স্থানে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার ও একটি দেড় বছরের শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে।

খালের পাশে মিললো বৃদ্ধের নিথর দেহ
ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়ার সরকারি খালের ধারে সোমবার সকালে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (পূর্ব নাম শিশির দাস)। তিনি কয়েক বছর আগে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন এবং বেতাগা থেকে এসে নওয়াপাড়ায় বসবাস শুরু করেন।

খবর পেয়ে ফকিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ফকিরহাট থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীর বলেন, “মরদেহে আঘাতের চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে বিষপানে আত্মহত্যার ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ময়নাতদন্ত রিপোর্টের পর জানা যাবে।”

অবহেলায় প্রাণ গেল শিশুর
একই দিনে উপজেলার লকপুর ইউনিয়নের জাড়িয়া-মাইট কুমড়া গ্রামে ঘটে আরও একটি হৃদয়বিদারক ঘটনা। দেড় বছরের শিশু কন্যা নুসরাত জাহান, বাবা মোঃ এস্কেন শেখ, খেলার সময় পরিবারের চোখ এড়িয়ে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়।

পরিবার শিশুটিকে খুঁজে না পেয়ে একপর্যায়ে পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি রাজ্জাক মীর বলেন, “ঘটনার পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে শিশুর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।”

এই দুই ঘটনাকে কেন্দ্র করে ফকিরহাটে জনমনে নেমে এসেছে শোক ও হতবিহ্বলতা। বিশেষ করে অভিভাবক মহলে উঠেছে শিশুদের প্রতি আরও সতর্কতার আহ্বান।

@bagerhat24.com