মোরেলগঞ্জে সেনা সদস্যের বাড়িতে হামলা, আহত ২
01/01/1970 12:00:00মশিউর রহমান মাসুম
মোরেলগঞ্জে এক সেনা সদস্যের বাড়িতে ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটেছে। সোমবার বেলা ৭ টার দিকে খাউলিয়া ইউনিয়নের বাবুয়ান গ্রামের সেনা সদস্য মাসুম বিল্লাহ্’র বসতবাড়িতে হমলা করে প্রতিবেশি শত্রুপক্ষের লোকেরা। হামলাকারিরা একটি ঘর ভেঙ্গে ফেলে। পিটিয়ে আহত করে সেনা সদস্যের মা মাহমুদা বেগম (৫৫) ও ভাই রাজিব আহসানকে (২৫)। আহত মা ও ছেলেকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে নিকটস্থ সন্ন্যাসী ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সর্ম্পকে মোরেলগঞ্জ থানা ওসি মো. রাজিব আল রশিদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আহত মামহমুদা বেগম বলেন, বিবাদমান জমি অবৈধভাবে দখলের জন্য শত্রুপক্ষের লোকেরা হামলা চালিয়েছে।
