Logo
table-post
পিপিপি প্রধানের মোংলা বন্দর পরিদর্শন, নতুন দিগন্তে সমুদ্র বন্দর
01/01/1970 12:00:00

মোংলা প্রতিনিধি

পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মুহাম্মদ রফিকুল ইসলাম মোংলা সমুদ্র বন্দর পরিদর্শন করেছেন। (১১ মে) রবিবার দুপুরে মোংলা বন্দরের উর্ধতন কর্মকর্তা-কর্মচারীদের সাথে সৌজন্য স্বাক্ষাত করেণ। পরে তিনি মোংলা বন্দর জেটি, ইয়ার্ড, কন্টেইনার ইয়ার্ড, সাইক পোর্ট সহ বন্দরের বিভিন্ন স্থাপনা পরির্দশন কবরেণ। এই সফরের মূল উদ্দেশ্য ছিল বন্দরটির চলমান পিপিপি প্রকল্প এবং অন্যান্য উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা ও খোঁজ খবর নেয়া। 

মোংলা বন্দর সুত্রে জানায়, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মুহাম্মদ রফিকুল ইসলাম সহ একটি প্রতিনিধি দল মোংলা সমুদ্র বন্দর পরিদর্শনে আসে। দুপুরে বন্দরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে মোংলা বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে আয়োজিত প্রেজেন্টেশন ও মতবিনিময় সভার আয়োজন করেন বন্দর কর্তৃপক্ষ। এ সভার সভাপতিত্ব করেন সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোঃ শফিকুল ইসলাম সরকার। এসময় উপস্থিত ছিলেন (ইনভেস্টমেন্ট প্রমোশন) পরিচালক মো: আলী আজম আল আজাদ, মোংলা বন্দরের পরিচালক (বোর্ড) কালাচাঁদ সিংহ, মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক প্রশাসন (ভারপ্রাপ্ত) ক্যাপ্টেন মোহাম্মাদ শফিকুল ইসলাম (জি) পিএসসি বিএন, উপ-সচিব মাকরুজ্জামান সহ বন্দরের বিভাগীয় প্রধান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দরা এসময় পউপস্থিত ছিলেন।

সভা শেষে, প্রধান অতিথি বন্দরের পিপিপি প্রকল্পসহ অন্যান্য প্রকল্প এলাকা এবং বন্দরের অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। তিনি বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য গৃহীত পদক্ষেপগুলোর প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, মোংলা বন্দর বর্তমানে একটি বৃহৎ উন্নয়ন প্রকল্পের আওতায় রয়েছে, যার মাধ্যমে বন্দরের অবকাঠামো উন্নয়ন, কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। পিপিপি প্রধান সহ তার প্রতিনিধি দলের এই পরিদর্শন মোংলা বন্দরের উন্নয়ন ও আধুনিকায়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে বলেও জানান বন্দরের হারবার বিভাগ ও উর্ধতন কর্মকর্তারা। 

@bagerhat24.com