
বাগেরহাটে শেখ হেলাল ও শেখ তন্ময়ের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, অভিযুক্ত ৫, গ্রেপ্তার ১
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাগেরহাটে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে ২০ কোটি টাকার চাঁদা দাবির অভিযোগে দায়ের করা একটি মামলা। এই মামলায় অভিযুক্ত হয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী দুই সাবেক সংসদ সদস্য—শেখ হেলাল উদ্দীন এবং তাঁর ছেলে শেখ সারহান নাসের তন্ময়।
সোমবার (৬ মে) বাগেরহাট সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান তালুকদার। তিনি অভিযোগ করেন, ছয় বছর আগে ভয়ভীতি প্রদর্শন করে দুই দফায় তাঁর প্রতিষ্ঠান থেকে মোট ২০ কোটি টাকা আদায় করা হয়।
মামলায় মোট পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে মো. শহীদুল ইসলাম (৩৭) নামের একজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
অন্য আসামিরা হলেন:
- শেখ হেলালের ব্যক্তিগত সহকারী ফিরোজুল ইসলাম
- শেখ তন্ময়ের সহকারী শাহীন মিয়া
তবে মামলার বাদী মান্নান তালুকদার নিজেও আগে থেকেই আলোচিত। তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ১১০ কোটি টাকা অর্থপাচার মামলার প্রধান আসামি।
২০১৯ সালের ৩০ মে দুদক খুলনা অফিসের পক্ষ থেকে বাগেরহাট সদর থানায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছিল, যার তদন্ত এখনও চলমান।
এই নতুন মামলার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে রাজনৈতিক ও ব্যবসায়িক বিরোধের অংশ বলে মনে করছেন।
স্থানীয় জনমনে এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটি সঠিক তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের সুযোগ হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন, ক্ষমতার অপব্যবহার রোধে এই ধরনের আইনি ব্যবস্থা সময়োপযোগী।