Logo
table-post
পিরোজপুরে যুবদলের প্রস্তুতি সভা
01/01/1970 12:00:00

পিরোজপুর প্রতিনিধি

শিক্ষা স্বাস্থ্য মৌলিক অধিকার বিষয়ে তার অন্যের ভাবনা ও তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুত সভা করেছে পিরোজপুর জেলা যুবদল। আজ মঙ্গলবার বিকেলে জেলা বিএনপি কার্যালয় জেলা যুবদলের আয়োজনে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা-বরিশাল বিভাগ সমন্বয়ক বিল্লাল হোসেন তারেক। 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আব্দুল্লাহ। 

 

জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুজ্জামান তুষার এর সভাপতিত্বে ও জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ এর সঞ্চালনায় এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিয়াজ সরদার, যুগ্ম আহবায়ক সালমান জাকির, যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওন,  বরিশাল দক্ষিণ যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাকলাইন মোস্তাক প্রমুখ। 

 

সময় বক্তারা বলেন, শিক্ষা স্বাস্থ্য মৌলিক অধিকার বিষয়ে তার অন্যের ভাবনা ও তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পিরোজপুর জেলা যুবদল। 

@bagerhat24.com