
মোরেলগঞ্জে বিএনপির নির্বাচনী পরিকল্পনা সভা
01/01/1970 12:00:00মশিউর রহমান মাসুম
মোরেলগঞ্জে পথসভা ও নির্বািচনী পরিকল্পনা সভা করেছেন বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেল ৫টার দিকে পোলেরহাট বাজারে বিএনপির নেতাকর্মীরা পথসভা করেন। পথসভায় প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ-শরণখোলা আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। সভাপতিত্ব করেন দৈবজ্ঞহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান ডিয়ার।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহŸায়ক মো. শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহŸায়ক মাওলানা আব্দুল খালেক ও প্রভাষক রাসেল আল ইসলাম। পথসভায় বক্তারা আগামি ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
পথসভা শেষে নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এ ছাড়াও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে রাজনৈতিক মাঠ গোছানোর বিষয়ে পরিকল্পনা সভা ও সাধারণ ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন।