
ফকিরহাটের পিলজংগে কর্মজীবী নারী’র উদ্যোগে অবহিত করণ সভা
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্থা কর্মজীবী নারী’র উদ্যোগে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় ক্রিশ্চিয়ান এইড এর সহায়তায় ও কর্মজীবী নারীর বাস্তবায়নে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি সচিব চিরঞ্জিব বিশ্বাস এর সভাপতিত্বে এবং সংস্থার প্রকল্প সহায়ক টুম্পা আক্তার মীম’র এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আলফা সি-ফুড লিঃ এর এইচ আর এডমিন মোঃ আকরাম হোসেন।
এতে আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ফরহাদ হোসেন হাওলাদার, মোঃ সাইফুল ইসলাম হাওলাদার, সঞ্জয় ধর সুমন, নাজিম উদ্দিন, মহিলা সদস্যা স্বপ্না বেগম, মর্জিনা বেগম, ইমাম রফিকুল ইসলাম, পুরহিত তন্ময় ভট্টাচার্য, সহকারী শিক্ষক মিহির রঞ্জন দাস কর্মজীবী নারীর প্রকল্প কর্মকর্তা শেখ রুবেল আহমেদ, প্রোগ্রাম অর্গানাইজার রাজীব কুমার সাহা এবং মোসা: রোমানা আক্তার সহ বিভিন্ন কোম্পনীর নারী ও পুরুষ শ্রমিকবৃন্দ।
উল্লেখ্য 'কর্মজীবী নারী' ১৯৯১ সাল থেকে নারী ও নারী শ্রমিকদের ক্ষমতায়নের প্রচেষ্টার মধ্য দিয়ে নারীর মর্যাদা বৃদ্ধি এবং জাতীয় অগ্রগতিতে নারীর অবদান রাখার বিষয়ে প্রয়াস চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় কর্মজীবী নারী দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড এর সহায়তায় “বাংলাদেশের দক্ষিণাঞ্চলের নারী শ্রমিকদের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, আইনি অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক সুরক্ষায় প্রবেশাধিকারের জন্য শোভন কাজ এবং কমিউনিটি স্থিতিস্থাপকতা বৃদ্ধিকরণ প্রকল্প “ এর কার্যক্রম শুরু করেছে।