
কচুয়ায় ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবককে গণধোলাই
01/01/1970 12:00:00কচুয়া প্রতিনিধি
কচুয়ায় ধর্ষণের চেষ্টার অভিযোগে রিপন শেখ(৩৫) নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। উপজেলার বাধাল ইউনিয়নের রঘুদত্তকাঠী/মসনী এলাকায় এঘটনা ঘটেছে। রিপন শেখ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বর্শিবাওয়া/জিলবুনিয়া গ্রামের মৃত আলতাফ শেখের ছেলে।
অভিযুক্ত রিপন শেখর স্ত্রী কুলসুম বেগম জানান, কচুয়া উপজেলার রঘুদত্তকাঠী গ্রামে বসবাস করে। শুক্রবার বিকালে উপজেলার মসনী গ্রামের মহিদুল মল্লিক ও কুলসুম বেগম এর পিতা হাবিব শেখ পাশা পাশি (জমিতে) ভুট্টা ক্ষেতে কীটনাশক (ঔষুধ) দিতে ছিল। আইলের উপর মহিদুল মল্লিকের শিশু কন্যা(৬) দাড়িয়ে ছিল। এসময় সন্ধা হয়ে গেলে শিশু কন্যাকে তার স্বামী রিপন শেখ বলে মা তুমি আমাদের বাড়িতে গিয়ে বস। এক থাকে কেন্দ্র করে দু‘জনের মধ্যে কথা কাটা কাটি হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে মহিদুলের ঘাড়ে ভর করে পূর্ব শত্রুতার জের ধারে স্থানীয় কয়েকজন বখাটে লোক তার স্বামীকে বাড়ি থেকে ধরে এনে হাত পা বেধে মারধর করে মিথ্যা ধর্ষণের চেষ্টার অভিযোগ দিয়ে পুলিশের হাতে দেয়।
কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধিত) ৯(৪) খ ধারায় ০৫ এপ্রীল ০৩/২৫ একটি মামলা করে থানা পুলিশ তাকে জেল হাজতে প্রেরন করে।