Logo
table-post
ফকিরহাটের  হত্যাকারীদের শাস্তির দাবীতে  মানববন্ধন
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের টাউন নওয়াপাড়া গ্রামের মরহুম জহুরুল ইসলামের পুত্র ও চট্টগ্রামের মার্কেন্টাইল-২১ অয়েল ট্যাঙ্কারের ইনর্চাজ ড্রাইভার মোস্তফা কামাল-কে হত্যার অপরাধে মার্কেন্টাইল-২১ অয়েল ট্যাঙ্কারের ইনর্চাজ মাষ্টার রমজান মাহম্মুদ খোকন ও অন্যান্য ষ্টাফদের গ্রেফতার ও দুষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় টাউন নওয়াপাড়া মোড়ে পিলজংগ ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তৃতা করেন, নিহত মোস্তফা কামালের স্ত্রী ফারহানা বেগম, বন্ধু মহিউদ্দিন মঈন ভুইয়া, আরিফ ঢালী, ফরহাদ হাওলাদার, মোদাচ্ছের মল্লিক, মাওলানা মোঃ এনায়েতুল্লাহ, কার্গো মাষ্টার ইউসুফ আলী, মাওলানা মাহামুদুল হাসান, বোন নাসিমা বেগম, নাতনী সাথি বেগম, জাহাজ মাষ্টার আব্দুল হাই, ভাবি আনোয়ারা বেগম, ভাইজি সুমাইয়া বেগম ও প্রতিবেশি আবু সুফিয়ান সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। বক্তৃারা বলেন, চট্টগ্রামের মার্কেন্টাইল-২১ অয়েল ট্যাঙ্কারের ইনর্চাজ মাষ্টার রমজান মাহম্মুদ খোকন ও অন্যান্য ষ্টাফরা পূর্বপরিকল্পিত ভাবে ড্রাইভার মোস্তফা কামাল-কে হত্যা করে তার লাশ সাগরে ফেলে দিয়েছে। অতিদ্রুত অপরাধিদেরকে গ্রেফতার ও নিহতের পরিবারকে কোম্পানী কর্তৃক আর্থিক ক্ষতিপূরণের জোর দাবী জানানো হয়।

উল্লেখ্য তিনদিন নিখোঁজ থাকার পর রবিবার (২৮ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম থানা পুলিশ সাগরে ভাসমান অবস্থায় মোস্তফা কামাল এর গলিত লাশ উর্দ্ধার করেন। এঘটনায় চট্টগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। 
 

@bagerhat24.com