Logo
table-post
মোরেলগঞ্জে ন্যাশনাল প্রেস সোসাইটির পরিচিতি সভা
01/01/1970 12:00:00

মশিউর রহমান মাসুম

মোরেলগঞ্জে ন্যাশনাল প্রেস সোসাইটি(এনপিএস) নামে একটি মানবাধিকার সংগঠন আত্মপ্রকাশ করেছে। রবিবার বেলা ১০টার দিকে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে সংগঠনটির পরিচিতি সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন এনপিএস জেলা কমিটির সহসভাপতি মো. আবুল কালাম খান। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমীন ফকির। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আয়নাল হোসেন, এমকে আজিজ ও অধ্যাপক জাকির হোসেন মনি।

সভায় এনপিএস এর ২৩ জন সদস্যের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়। পরে এনপিএস উপজেলা শাখার সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় কর্মশালা।

এনপিএস, গণসংগঠন কেন্দ্র, যুব গণসংগঠন ও পাঠাগার ও মোরেলগঞ্জ ইয়ং ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে।

@bagerhat24.com