
ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন ক্রিকেট-লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন ৬ষ্ট ক্রিকেট-লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৪টায় পিলজংগ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলা-ধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল, এই শ্লোগানকে সামনে নিয়ে পিইউসিএল-২০২৫ এ খেলা অনুষ্ঠিত হয়েছে।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সেখ আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মীর মোশারেফ, বিশেষ অতিথি ছিলেন, জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান ও বালিয়াডাঙ্গা ফাঁড়ি পুলিশের উপ-পুলিশ পরিদশক (এসআই) মোঃ রাশেদুজ্জামান রাশেদ।
অবসরপ্রাপ্ত শিক্ষক সেখ আব্দুর কাদের এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ফকির, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল বারিক মোড়ল, আব্দুল মোতালেব, যুবদল নেতা মুজাহিদুর রহমান সুমন মোড়ল, ইউনিয়ন মুক্তিযুদ্ধের প্রজন্ম দল নেতা মোঃ পারভেজ হাসান, ওর্য়াড বিএনপি নেতা আমিরুজ্জামান আলেপ ও ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ জামাল উদ্দিন প্রমুখ। ফাইনাল এ খেলায় বন্ধন সংঘ স্পটিং ক্লাব বনাম পিলজংগ ইউনাইডেট স্পোটিং ক্লাবের মধ্যকার খেলায় পিলজংগ ইউনাইডেট স্পটিং ক্লাব বিজয়ী হয়েছেন।