Logo
table-post
মোরেলগঞ্জে ত্রাস সৃষ্টি করে রাতের আধাঁরে ঘের দখলের চেষ্টা
01/01/1970 12:00:00

মশিউর রহমান মাসুম

মোরেলগঞ্জে দলীয় প্রভাব খাটিয়ে ৪০ বিঘা জমির একটি মৎস্য ঘের দখলের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে বরইতলা গ্রামের গাইনের ঘেরটি একটি প্রভাবশালী বাহিনী ত্রাস সৃষ্টি করে ঘেরে থানা লোকজন তাড়িয়ে দিয়ে দখল করে নেয়। ঘের মালিক পারভেজ হাওলাদার ওই সময় ৯৯৯ নম্বরে ফোন দিলে রাত ২ টার দিকে আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে দখলদারেরা পালিয়ে যায়।

এ বিষয়ে জমি ও ঘেরের মালিক লক্ষীখালী গ্রামের পারভেজ হাওলাদার একই গ্রামের ইমরান মৃধাসহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, ইমরান মৃধা দলীয় প্রভাব খাটিয়ে রাতের আধাঁরে অন্যায়ভাবে ৪০বিঘা জমির ঘেরটি দখলের চেষ্টা করেছে। হামলা চালিয়ে গৈঘর ভাংচুর করে কিছু মাছও তারা ধরে নিয়ে গেছে।

অপরদিকে ইমরান মৃধা এসব অভিযোগ অস্বিকার করে বলেন, ওই ঘেরটি জাকির হোসেন নামে একজনের দখলে ছিলো। তার নিকট থেকে লিখিত নিয়ে এবং আদালওতের একটি রায়ের আলোকে সে(ইমরান) ঘের করছে। এখানে কোন প্রকার অন্যায় বা জোরজুলুম করা হয়নি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রজীব আল রশিদ বলেন, অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি শান্ত আছে। উভয় পক্ষকে কাগজপত্রের আলোকে আলোচনা করে মিমাংসার জন্য বলা হয়েছে। 

@bagerhat24.com