Logo
table-post
রামপালে অভিভাবকদের সাথে তরুন-তরুণীদের ক্ষমতায়নে সভা
01/01/1970 12:00:00

এম,এ সবুর রানা

রামপালে তরুন-তরুণীদের নেতৃত্ব ও ক্ষমতায়নে অভিভাবকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১১ টায় এক্টিভিস্টার সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জুড়ে তরুণ নেতৃত্ব, বিশেষ করে তরুণ নারীদের ক্ষমতায়নকে কেন্দ্র করে শুরু হয়েছে এক জোরালো প্রচারাভিযান। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পিছিয়ে পড়া তরুণ তরুণীদের নেতৃত্বদানের সুযোগ ও সামর্থ্য বৃদ্ধি করা এবং তাদের কণ্ঠস্বর নীতিনির্ধারণের জায়গায় পৌঁছে দেওয়া।

 

জানা গেছে, তরুণদের নেতৃত্বে বিশেষত তরুণ নারীদের অংশগ্রহণে জোরালো প্রচারাভিযান শীর্ষক এই প্রচারাভিযানে উঠে এসেছে তরুণ নারীদের আত্মবিশ্বাস গড়ে তোলা, দক্ষতা উন্নয়ন, এবং নেতৃত্বের ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি।

 

এ প্রসঙ্গে এক তরুণী নেত্রী বলেন, আমরা নেতৃত্ব দিতে পারি, আমরা সিদ্ধান্ত নিতে পারি—আমাদের শুধু সুযোগ আর সমর্থন দরকার। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে নেতৃত্ব কর্মশালা, যুব সংলাপ ও দক্ষতা উন্নয়নমূলক ক্যাম্প। গ্রামীণ ও শহরাঞ্চলের তরুণ নারীদের জন্য এই কার্যক্রমগুলো নেতৃত্বে অংশগ্রহণের অনুপ্রেরণা হয়ে উঠছে।

 

আনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় এফএফসিআরজে যুব সংগঠন এর সভাপতি মো. মাহফুজের সভাপতিত্বে বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী সোহাগ হাওলাদার, একশনএইড বাংলাদেশের ইন্সপাইরেটর নয়ন খান, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম এ সবুর রানা, অ্যাক্টিভিস্টা রামপালের ইয়ুথ ফেলো আবু হুরায়রা শেখ, অ্যাক্টিভিস্টা রামপালের উপদেষ্টা অর্ণব মণ্ডল ও যুব সদস্যদের অভিভাবকগন। 

 

একশনএইড বাংলাদেশের ইন্সপাইরেটর নয়ন খান বলেন, যুবরাই আগামী দিনের নেতৃত্ব। একশনএইড বাংলাদেশ বিশ্বাস করে, যুবদের দক্ষতার উন্নয়নের মাধ্যমে এবং স্থানীয় সমস্যা নিয়ে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে একটি ন্যায্য ও টেকসই ভবিষ্যৎ গড়া সম্ভব। জলবায়ু সুবিচার ও সামাজিক ন্যায়ের প্রশ্নে যুবদের জোরালো ও অর্থবহ ভূমিকা রাখা জরুরি।

তরুণদের বিশেষ করে তরুণ নারীদের নেতৃত্ব বিকাশে দেশজুড়ে শুরু হয়েছে এক নতুন আন্দোলন। যুব সংগঠন ও উন্নয়ন সংস্থার উদ্যোগে চলছে কর্মশালা, সংলাপ ও ক্যাম্পেইন, যেখানে নারীর কণ্ঠ ও নেতৃত্বকে সামনে আনা হচ্ছে।

 

আয়োজকরা বলছেন, এটি শুধু প্রচারণা নয়, এটি একটি পরিবর্তনের চর্চা। উপকূলীয় ও প্রান্তিক তরুণীদের নেতৃত্বেও গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে সমাজে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হয়। তরুণরা এখন আর পিছনে নয় তারা নেতৃত্বে, তারা অগ্রগামী। এই উদ্যোগ তৈরি করছে এক নতুন বাংলাদেশ, যেখানে নারীর নেতৃত্ব হবে নিয়ম, ব্যতিক্রম নয়।

একজন অভিভাবক বলেন, আজ রামপাল ইয়ুথ হাব এর তরুণদের নেতৃত্বে, বিশেষত তরুণ নারীদের অংশগ্রহণে জোরালো প্রচারাভিযানে এসে আমাদের ছেলে মেয়েরা কি কাজ করছে তা বুঝতে পেরেছি। এমন মিটিং মাঝে মাঝে হলে আমরা আমাদের সন্তানদের ব্যাপারে জানতে পারব। সবার আলোচনা খুব ভালো লাগলো। আমরা চাই এভাবে আমাদের বাচ্চারা নতুন নতুন কিছু শিখুক।

 

বিভিন্ন বেসরকারি সংস্থা, নারী সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান যৌথভাবে এই প্রচেষ্টায় যুক্ত হয়েছে। স্থানীয় সরকার প্রতিনিধি, নীতিনির্ধারক, শিক্ষক ও কমিউনিটি নেতারাও তরুণদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন।

@bagerhat24.com