Logo
table-post
বাগেরহাট  জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের পদত্যাগ
01/01/1970 12:00:00

নিজস্ব প্রতিবেদক
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. আজাদ ফিরোজ টিপু ও সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেনসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১২সেপ্টেম্বর) দুপুরে কমিটির ১৫ সদস্য একযোগে পদত্যাগ করেন। 


সকল সদস্যের পদত্যাগের ফলে কমিটি বিলুপ্ত হওয়ায় জরুরী ভিত্তিতে সমিতির সভায় প্রবীন আইনজীবী মাহফুজুর রহমান লাহুকে আহবায়ক করে এক সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। এই আহ্বায়ক আগামী মঙ্গলবার সমিতির সাধারণ সভা ডেকেছেন। 


সদ্য পদত্যাগ করা জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. আজাদ ফিরোজ টিপু বলেন, দুপুরে আমি পদত্যাগ করেছি। কার্যনির্বাহী কমিটির সকল সদস্যই পদত্যাগ করেছেন। 


জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৯ সালে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে ড. আজাদ ফিরোজ টিপুর নেতৃত্বে কার্যনির্বাহী কমিটি গঠন হয়। পরে করোনাকালীন কমিটির মেয়াদ এক বছর বৃদ্ধি করা হয়। এরপরে আর কোন নির্বাচন হয়নি। প্রতিবারই রেজুলেশনের মাধ্যমে কমিটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সর্বশেষ রেজুলেশন অনুযায়ী বর্তমান কমিটির মেয়াদ ছিল ২০২৫ সালের জুন মাস পর্যন্ত। 


সিনিয়র আইনজীবী মোসারেফ হোসেন মন্টু বলেন, সারা দেশের ন্যায় আওয়ামী লীগ বাগেরহাট জেলা আইনজীবী সমিতিও কুক্ষিগত করে রেখেছিলেন। আজকে তারা পদত্যাগ করেছেন। 


সদ্য পদত্যাগ করা ডঃ আজাদ ফিরোজ টিপু বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় দলীয় প্রভাব ব্যবহার করে আইনজীবী সমিতিতে নিয়মবহির্ভূত কাজ করার অভিযোগ রয়েছে।

@bagerhat24.com