Logo
table-post
মোংলায় সম্প্রতি সমাবেশ ও দোয়া অনুষ্ঠান
01/01/1970 12:00:00


মোংলা প্রতিনিধি


মোংলায় সম্প্রীতি সমাবেশ ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দরা। শনিবার সকাল সাড়ে ১০টার মোংলা মিঠাখালী বাজার রুদ্র স্মৃতি সংসদ মাঠে দোয়া ও সস্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন ড. ফরিদুল ইসলাম।


শনিবার সকাল থেকেই মোংলা উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল সহকারে জড়ো হয় সমাবেশ স্থলে। এসময় শেখ হাসিনার বিচারের দাবীতে বিক্ষোভও করেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। সকাল সাড়ে ১০ টার দিকে বিএনপি আয়োজিত দোয়া ও সম্প্রতি সমাবেশে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র নেতা মান্নান হাওলাদার, মাহবুবুর রহমান মানিক, মোল্লা শাহাজান, বাবুল হোসেন রনি, আবু হোসেন পনি, ফরিদ শেখ, মোঃ শাহ আলম শেখ, যুবদল নেতা সাইফুল ইসলাম, আবুল কাশেম, বাবলু ভূঁইয়া ছাড়াও মোংলা উপজেলা, পৌর ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। 


প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ফরিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের মতো আমরা যেন এলাকায় জবরদখল, লুটপাট, অত্যাচার-নির্যাতন ও নিরিহ মানুষদের হয়রানী না করি। যদি করো বিরুদ্ধে এমন অভিযোগ আসে তার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে জাতীয়তাবদি দল বিএনপি। 
তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের জন্য তিনি আরো বলেন, ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। তাদের আকাংখা বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে। বিএনপি'র কাছে জনগণের প্রত্যাশা অনেক। ভুলভ্রান্তি এবং অপকর্ম হলে দায়ভার বিএনপির উপর এসে বর্তাবে। তাই তারেক রহমানের নির্দেশ, কোন অবস্থায় যেন বিশৃংখলা না হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রাখতে হবে। তারুণ্যের প্রত্যাশা আমাদেরকে পূরন করতে হবে।


অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বিএনপি নেতা শেখ রুস্তম আলী বলেন, বিএনপি নেতাকর্মীরা জনগনের জানমাল রক্ষার দায়িত্ব পালন করছে। তারেক রহমানের নির্দেশে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ড. শেখ ফরিদুল ইসলামের নেতৃত্বে রাজপথে আমরা সাহসী ভূমিকা রাখছি। আগামীতে যেন তার সুনাম ও মোংলা উপজেলার মানুষের কল্যানে কাজ করতে সে দিকে লক্ষ রেখেই আমাদের চলতে হবে।  


সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও কোটা আন্দোলেন শহীদ ছাত্রজনতার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। এ সমাবেমে বাগেরহাট জেলা, মোংলা উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী সহ বিপুল সংখ্যক হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
 

@bagerhat24.com