Logo
table-post
জামায়াত কর্মীকে পিটিয়ে জখম, জমি দখলের অভিযোগ
01/01/1970 12:00:00

মশিউর রহমান মাসম

মোরেলগঞ্জে মসজিদের ইমামকে পিটিয়ে জখম এবং ৪০ শতক জমি দখলের অভিযোগ উঠেছে। রবিবার (২০ এপ্রিল) বেলা ৭টার দিকে গুলিশাখালী গ্রামে এ মারপিটের ঘটনা ঘটে। মারপিটে আহত শহিদুল ইসলামকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের বিষয়ে শালিষ বৈঠকের আয়োজন করায় এ মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিদবাদে ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আহত শহিদুল ইসলামের জামাতা অধ্যাপক রুহুল আমীন থানায় অভিযোগ দায়ের শেষে মঙ্গলবার(২২ এপ্রিল) বেলা ১১টার দিকে প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন।

 

সংবাদ সম্মেলনে রুহুল আমিন লিখিত বক্তব্যে বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে তার শ্বশুর শহিদুল ইসলামের ৪০ শতক জমি স্থানীয় প্রভাবশালীরা পেশি শক্তি ব্যবহার করে দখল করে নেয়। এ ঘটনায় একই গ্রামের মধু চৌকিদারের বিরুদ্ধে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। 

@bagerhat24.com