Logo
table-post
হয়রানির প্রতিবাদে মোরেলগঞ্জে শতাধিক ঘের ব্যবসায়ীদের মানববন্ধন
01/01/1970 12:00:00

মশিউর রহমান মাসুম

মোরেলগঞ্জে ৬০ বিঘা জমির একটি চিংড়ি ঘেরর মালিক ও অংশিদারেরা হয়রানিমূলক মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে শনিরজোড় বাজার এলাকায় অনুষ্ঠিত  মানববন্ধন ও প্রতিবাদ সভায় ৫টি গ্রামের শতাধিক ভূক্তভোগী কৃষক ও ঘের ব্যবসায়ীরা অংশ গ্রহন করেন।

মানববন্ধনে বক্তৃতা করেন সাইফুল ইসলাম সোহাগ, গৌতম মন্ডল, মোস্তাফিজুর রহমান জিবু, নাজমুল  হাসান রাকি ও কুরছিয়া বেগম। বক্তারা বলেন, ‘ডেউয়াতলা গ্রামে ৬০ বিঘা জমির একটি চিংড়ি ঘের স্থানীয় জমির মালিকেরা সাইফুল ইসলাম সোহাগের নেতৃত্বে হাড়ির টাকা পরিশোধ করে চিংড়ি চাষ করছেন। ঘেরটি এর আগে আওয়ামী লীগ নেতা মহর আলী গাজীর নিয়ন্ত্রণে ছিলো। গত ৫ আগষ্টের পরে মহর আলী পালিয়ে গেলে জমির মালিকেরা সাইফুল ইসলাম সোহাগের নেতৃত্ব ঘেরটির দখল নেন। সম্প্রতি পলাতক আওয়ামী লীগ নেতা মহর আলী গাজীর নাতনী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পরিচয়ে বিভিন্ন দপ্তরে হয়রানীমূলক অভিযোগ দায়ের করেছেন ঘেরটি ফিরে পাওয়ার জন্য। ফলে, এলাকায় অশান্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলেও বক্তারা অভিযোগ করেন।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা মহর আলী গাজীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তার নাতনী তানিয়া ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা প্রতিনিধি পরিচয়ে মোবাইল ফোনে বলেন, ডেউয়াতলা গ্রামের ৬০ বিঘা জমির চিংড়ি ঘেরটিতে ৪৬ বিঘা জমি তার নানা মহর আলী গাজীর। ২০২৩ সালে তার নামে ডিড হয়। গত আগষ্ট মাসে স্বেচ্ছাসেবক দল নেতা ও তার লোকজন ঘেরটি দখল করে নেয়।

@bagerhat24.com