মোরেলগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফরিদ, সম্পাদক মিলন
01/01/1970 12:00:00মশিউর রহমান মাসুম
টানা দুই যুগ পরে দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর বিএনপির। বুধবার বেলা ১১টার দিকে এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কাউন্সিল শেষে ৩টি পদে ভোট গ্রহন করা হয়।
জেলা, বিভাগ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতি ও তদারকিতে অনুষ্ঠিত ভোটে পৌর বিএনপির আহŸায়ক শিকদার ফরিদুল ইসলাম ৩৩৪ ভোট পেয়ে সভাপতি, আসাদুজ্জামান মিলন ৫১৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক ও মো. সেলিম মোল্লা ২৮৭ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কাউন্সিলের দ্বিতীয়ার্ধে ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক(খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত ও বিশেষ অতিথি কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের ভিসি ড. এবিএম ওবায়দুল ইসলাম।
শিকদার ফরিদুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠিত কাউন্সিলের উদ্ধোধনী বক্তৃতা করেন বাগেরহাট জেলা বিএনপির আহŸায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সমন্বয়ক এমএ সালাম ও বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। বিশেষ বক্তা ছিলেন মোরেলগঞ্জ-শরণখোলা বিএনপির নির্বাচন মনিটরিং টিমের প্রধান খাদেম নিয়ামুল নাসির আলাপ।
