Logo
table-post
ফকিরহাটের পিলজংগে ওয়ার্ড বিএনপি’র সম্মেলন পূর্ববর্তী মটর শোভাযাত্রা
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ওয়ার্ড বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন পূর্ববর্তী বিশাল এক মটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় টাউন নওয়াপাড়া বাসস্ট্যান্ড মোড় থেকে এই শোভাযাত্রা শুরু হয়। পরে বৈলতলী পূর্ব পাড়া সুইচগেট, টাউন নওয়াপাড়া আমতলা, কাটাখালী বাসস্ট্যান্ড, সুকদাড়া মোড়, কাঠালতলা, সিএন্ডবি বাজার, শাহ আউলিয়ার বাগ, জাড়িয়া সিংগাতী, ১০রা¯তা মোড়, সরদারপাড়া, বেহারা পাড়া, পিলজংগ মাধাধ্যমিক বিদ্যালয়ে, বলাই ঘোষের দোকান হয়ে পুনরায় টাউন নওয়াপাড়া মোড় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

মটর সাইকেল শোভাযাত্রায় উপ¯িথত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ লিয়াকত হোসেন, মোঃ গোলাম মো¯তফা, এম এ আউয়াল, উপজেলা বিএনপি নেতা শেখ মিজানুর রহমান ও মোঃ মশিউদ্দিন মোড়ল। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোদাচ্ছের মল্লিক, ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মল্লিক সাজ্জাদ হোসেন নান্নু, সদস্য সচিব এসএম খলিলুর রহমান, যুগ্ম আহবায়ক মোঃ ফরহাদ হোসেন জুয়েল, মিরাজুল ইসলাম রাজ, মো¯তফা কামাল হারুন, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ মহিউদ্দিন মঈন ভুইয়া, আব্দুর জব্বার মল্লিক, মোঃ কামাল হোসেন, মোঃ রাজ্জাক ফারাজী, মোঃ বাবুল ফারাজী, ওর্য়াড বিএনপি নেতা মোঃ নাসির শেখ, মল্লিক আনিসুর রহমান, মোঃ আনোয়ার মোড়ল, মোঃ জাকির হোসেন, শরিফুল ইসলাম মুকুল, মোঃ রবিউল ইসলাম, মহম্মদ আলী বাবু, মোড়ল আনোয়ার হোসেন, মোঃ সিহাব উদ্দিন, মোঃ মামুন সরদার, মোঃ শাফিউর রহামন, আব্দুল মাজেদ ঢালী ও পারভেজ হাওলাদার সহ শতশত নেতাকর্মিরা এতে অংশ গ্রহন করেন। 

@bagerhat24.com