Logo
table-post
ফকিরহাটে বর্ণাঢ্য আয়োজনে  বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বাংলা বর্ষবরণ উৎসব পালিত হয়েছে। সকাল ৮টায় উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনার চত্বর থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। সকাল সাড়ে ৮টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এরপর অনুষ্ঠিত হয় নাচ, গান, কবিতা আবৃতি। এসময় উপজেলা অডিটোলিয়ামে অনুষ্ঠিত হয় পান্তাভাতের আসর। এছাড়া উপজেলা প্রশাসন বনাম সূধিজনদের মধ্যে দড়াটানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়ের উপস্থপনায় এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুর রহমান, ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কমৃকর্তা ইমরুল কায়েস, পল্লী বিদ্যুতের ডিজিএম আনন্দ কুমার কুন্ডুসহ বিভিন্ন সররকারী দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, গনমাধ্যমকর্মি ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বর্ষবরণ অনুষ্ঠান ঘিরে উপজেলা শহীদ মিনার চত্ত্বরে বিভিন্ন স্টলে পিঠাসহ বিভিন্ন পসরা নিয়ে বসেন দোকানীরা। 

@bagerhat24.com