Logo
table-post
ফকিরহাটে পরিবহনের ধাক্কায়  বাইসাইকেল চালক নিহত
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের মূলঘর এলাকায় রাজপাট-সোনাখালী মোড় নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বাইসাইকেল চালক মো. আতিয়ার রহমান (৪৫) বাগেরহাটের যাত্রাপুর এলাকার মৃত ইমান উদ্দিনের ছেলে। তিনি ফকিরহাট বিসমিল্লাহ ফিড মিলস্ লিমিটেডের কর্মচারী ছিলেন।

মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ নুরুজ্জামান জানান, রোববার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে আতিয়ার রহমান কোম্পানী থেকে রাতে ডিউটি করে বাইসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। মূলঘর এলাকার রাজপাট-সোনাখালী মোড়ে এসে পৌছালে পিছন দিক থেকে অজ্ঞাত একটি পরিবহন তাকে ধাক্কা দেয়।

এতে সে সড়কের উপর পড়ে যান। এসময় দ্রুতগামী অপর একটি অজ্ঞাত পরিবহন তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন।

খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ও ফায়া সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। তবে ঘাতক অজ্ঞাত পরিবহন দুটিকে জব্দ করা সম্ভব হয়নি বলেও ঐ পুলিশ কর্মকর্তা জানান।  

@bagerhat24.com