
ফকিরহাটে গাছচাপা পড়ে কাঠ শ্রমিকের মৃত্যু
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে গাছচাপা পড়ে আব্দুস সালাম (৪৫) নামের একজন কাঠ শ্রমিকের করুন মৃত্যু হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৫টায় পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়া মোড়ে এই র্দুঘটনা ঘটে।
আব্দুস সালাম বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আব্দুর লতিফ শেখ’র একমাত্র পুত্র। স্থানীয়রা জানান, ৪জন শ্রমিক মিলে পিলজংগ বলাই ঘোষের দোকান নামক স্থান থেকে ১টি গাছের বড় লক ভ্যানে করে টাউন নওয়াপাড়া মোড়ে নিয়ে আসেন। এসময় তারা ভ্যান হতে গাছের লকটি ফেলতে গিয়ে অসাবধানতাবসত লকের নিয়েই চাপা পড়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে আব্দুস সালাম’র পরিবারের লোকজনের আত্ননাদে এলাকার বাতাস ভারি হয়ে পড়ে। ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছেন।