
ফকিরহাটের শাহ আউলিয়ার-বাগ ভায়া পিলজংগ ইউনিয়ন পরিষদ সড়কটি দ্রুত সংস্কারের দাবী
01/01/1970 12:00:00পি কে অলোক,ফকিরহাট
ফকিরহাটে একটি জনবহুল গ্রাম্যরাস্তা দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন স্থানীয় এলাকাবাসি। শনিবার (১২ এপ্রিল) দুপুরে বালিয়াডাঙ্গা ৭ ও ৮নং ওর্য়াডের অর্ধশতাধিক গ্রামবাসি মানববন্ধন করে এই দাবী জানান। এসময় বক্তৃতা করেন, জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি শেখ জাহাংগীর হোসেন, হাফেজ মোশারেফ হোসেন, শেখ কামরুল ইসলাম, ফকির রফিকুল ইসলাম, মোঃ নাসির উদ্দিন ও মোঃ সলেমান মোহরী।
তাঁরা অভিযোগ করে বলেন, শাহ আউলিয়ার-বাগ বাজার হতে পিলজংগ ইউনিয়ন পরিষদ পর্যন্ত একটি রাস্তা রয়েছে। যে রাস্তাটি অত্যান্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে দুইটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি মাদ্রসার হাজার হাজার ছাত্র-ছাত্রী শিক্ষক ও অভিভাবকরা প্রতিদিন যাতায়াত করে থাকেন।
তাছাড়া এই রাস্তা দিয়ে টাউন নওয়াপাড়া বাজার, লখপুর বাজার, বেতাগা বাজার ও খুলনা শহরে যাতায়াত করা হয়। সেই সুবাদে এই রাস্তাটির গুরুত্ব অনেক বেশি। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, জনবহুল ও গুরুত্বপূর্ণ রাস্তা হওয়া সর্ত্তেও কথিত ঠিকাদার কাচারাস্তা পাকাকরণের জন্য দীর্ঘ পাঁচ মাস আগে রাস্তাটি মাটি খুড়ে গর্ত করে রাখেন। এর পর আধা কিলোমিটার রাস্তায় বালু ফেলে ভরাট করলেও বাকি আধা কিলোমিটারে শুধুমাত্র গর্ত করে ফেলে রেখেছেন। যাহার কারনে স্থানীয় এলাকাবাসি সহ সর্ব জনসাধারনের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাঁরা গ্রাম্য এই রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছে।