Logo
table-post
বাগেরহাটে ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা
01/01/1970 12:00:00

নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটে নোংরা পরিবেশে ক্ষতিকর রঙ মিশিয়ে আইসক্রিম তৈরি ও  মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম বাজারজাত করার অপরাধে মিনি বরফকল নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাটের নাগের বাজার এলাকায় অভিযান পরিচালনা কালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন। এসময় বিপুল পরিমাণ ক্ষতিকর রং মেশানো আইসক্রিম ধ্বংস করা হয়।


এছাড়া নোংড়া পরিবেশে খাবার তৈরির অপরাধে সততা হোটেল ও মুসলিম হোটেলকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। 


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, নোংরা পরিবেশ,ক্ষতিকর রঙ মিশিয়ে ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ ছাড়া আইসক্রিম তৈরির অপরাধে মিনি বরফকল নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাথে সাথে প্রতিষ্ঠানটি পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। 

জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।
 

@bagerhat24.com