Logo
table-post
ভান্ডারিয়ায় ‘একশত’ ধর্মীয় নেতাদের সমাবেশ  ও শিশু সুরক্ষায় সমঝোতা-স্মারক স্বাক্ষর
01/01/1970 12:00:00

ভান্ডারিয়া প্রতিনিধি

ভান্ডারিয়া উপজেলা অডিটরিয়ামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ভান্ডারিয়া এরিয়া প্রোগ্রামের উদ্যোগে একশত মুসলিম ও হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের এক সমাবেশ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মূল লক্ষ্য ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া উপজেলায় কার্যক্রম শেষে ধর্মীয় নেতাদের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখা ও শিশু ফোরাম, যুব ফোরাম ও গ্রাম উন্নয়ন কমিটির সাথে সমন্বয় রেখে শিশু সুরক্ষা’র অগ্রগতি টিকিয়ে রাখা। 

ভান্ডারিয়া এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিন্ডা দফো এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধন অতিথি হিসেবে ছিলেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া অন্যান্য অতিথির মধ্যে ছিলেন গ্রাম উন্নয়ন কমিটি সভাপতি, উপজেলা শিশু ফোরাম সহ-সভাপতি, উপজেলা যুব ফোরাম সভাপতি, শিক্ষক, সাংবাদিক ও ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাবৃন্দ।

সভাপতি তার শুভেচ্ছা বক্তব্যে দীর্ঘ ১৭ বছর ওয়ার্ল্ড ভিশনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শিশু সুরক্ষায় কাজ করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সমঝোতা-স্মারক অনুসরন করে একযোগ কাজ করার জন্য অনুরোধ জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন বাল্য বিবাহ, শিশু শ্রম, শিশু নির্যাতন ইত্যাদি কার্যক্রমে ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তাদের আন্তরিকতা ও প্রচেষ্টার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

@bagerhat24.com