Logo
table-post
ফকিরহাটের পিলজংগে দরিদ্রের পানের বরজে আগুন ২লক্ষ টাকার ক্ষতি
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়ার সাধুর সাধের বটতলার পার্শ্বে মল্লিক পাড়ায় আব্দুস সামাদ নামের এক পান চাষির পানের বরজে শক্রুতা মুলক ভাবে আগুন ধরিয়ে দিয়ে ২লক্ষ টাকার ক্ষতি সাধন করা হয়েছে।

বুধবার (৯এপ্রিল) গভীর রাতে ফকির বাড়ির বাগান মল্লিক পাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। স্থানীয়রা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও বরজের অর্ধেক অংশ পুড়ে ছাই হয়ে গেছে। এতে তিনি পথে বসার উপক্রম হয়েছেন।  আব্দুস সামাদ পিলজংগ বেহারা পাড়ার নজরুল ইসলামের পুত্র।

ভুক্তভোগী জানান, তিনি টউন নওয়াপাড়া মল্লিক পাড়া এলাকার মোঃ খলিলুর রহমান মল্লিকের নিকট থেকে ১০কাটা জমি হারি নিয়ে সেখানে পানের বরজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। ঘটনার দিন বুধবার গভীর রাতে কে বা কাহারা ঐ পানের বরজে অগুন ধরিয়ে দেয়। এতে পানের বরজে থাকা প্রায় চার পোন বরজ পুড়ে ২লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এর আগে চলতি বছরের ফেব্রয়ারী মাসে একই পানের বরজে আগুন লেগে ১লক্ষ টাকার ক্ষতি হয়। পানের বরজে একেরপর এক অগ্নিকান্ডের ঘটনায় দরিদ্র ঐ পান চাষি এখন পথে বসার উপক্রম হয়েছেন। এব্যাপারে ক্ষতিগ্রস্থ আব্দুস সামাদ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। 
 

@bagerhat24.com