ফকিরহাটে এক ট্রাকের ধাক্কায় আরেক ট্রাক চালকের ছেলে নিহত
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে মালবাহী ট্রাকের ধাক্কায় অন্য এক ট্রাক চালকের ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকা এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজু শেখ (১৮) গোপালগঞ্জ সদরের খেলনা এলাকার ট্রাক চালক ইকবাল শেখের ছেলে। সে তার বাবার সাথে ট্রাকে সহযোগী হিসেবে কাজ করতেন।
ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোল্লা মনিরুজ্জামান বলেন, ট্রাক চালক ইকবাল শেখ পিলজংগ মেসার্স কামাল ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য ট্রাকটি দাড় করায়। ঘটনার সময় তার ছেলে ওই ট্রাকের সহযোগী তানজু শেখ পাশে দাঁড়িয়ে ছিল। এসময় রড বোঝাই খুলনাগামী একটি ট্রাক তাকে সজোরে ধাক্কায় দেয়। এতে তানজু শেখ ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে তানজুর মরদেহ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
মোল্লাহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন রহমান বলেন, নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।ঘাতক ট্রাকটি স্থনীয়দের সহযোগিতায় জব্দ করা হয়েছে। এসময় ট্রাক চালক পালিয়ে গেছে। ট্রাক চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।