Logo
table-post
ফকিরহাটের অর্জুনবান গাছতলা সড়কের  উপর কাঠের কালভ্যাটটি এখন মরণ ফাঁদ
01/01/1970 12:00:00

পি কে অলোক,ফকিরহাট
বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়নের অর্জুনবান গাছতলা ভায়া বেতাগা এলজিইডি সড়কের দাশপাড়া শ্নশানঘাটের পার্শ্বে অবস্থিত একমাত্র কালভ্যাটটি এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে।

দীর্ঘ কয়েক মাস ধরে গুরুত্বপূর্ণ ও জনবহুল এই কাঠের কালভ্যাটটি ভেঙ্গেচুরে চলাচলের অযোগ্য হওয়ায় স্থানীয় এলাকাবাসি ও পথচারিরা পড়েছেন মহাবিপাকে। কালভ্যাটটি দ্রুত মেরামত করার জন্য স্থানীয় এলাকাবাসি বারবার স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাদের অবহিত করলেও সেটি সংস্কার বা মেরামত করা হয়নী। ফলে জীবনে চরম ঝুকি নিয়ে ঐ কালভ্যাটের উপর দিয়ে চলাচল করতে হচ্ছে জনসাধারণকে। 


উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ ফরহাদ হোসেন মোড়ল, সহ স্থানীয় বিএনপি নেতা হেকমত মোল্লা, ইব্রাহিম শেখ, গফ্ফার শেখ, মিরাজুল ইসলাম, আব্দুল্লাহ মোড়ল, হালিম শেখ, নিয়ামত ও ফাহাদ মোড়ল সহ অধশতাধিক এলাকাবাসি বলেন, কাঠের এই কালভ্যাটটি ভেঙ্গেচুরে এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে, যানবাহন চলাচল তো দুরের কথা পায়ে হেটেও চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে।

তারা আরো বলেন, শুভদিয়া-বেতাগা হয়ে বাইনতলা যাওয়ার একমাত্র এই সড়কটি ব্যবহার করা হয়। হাজার-হাজার পথচারি এই রাস্তাদিয়ে চলাচল করে থাকেন। কিন্তু গুরুত্বপূর্ণ এই সড়কের উপর নির্মিত কালভ্যাটটি ভেঙ্গে যাওয়ায় তার এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। অতিদ্রুত কালভ্যাটটি পূন সাংস্কার বা নির্মানের জন্য স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসি। 
 

@bagerhat24.com