
কচুয়ায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক -১
01/01/1970 12:00:00কচুয়া প্রতিনিধি
কচুয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রিপন শেখ (৩৫)কে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার সন্ধায় উপজেলার রঘুদত্তকাঠী এলাকায় এঘটনা ঘটেছে। এরপর স্থানীয়রা অভিযুক্ত রিপন শেখকে কচুয়ার মসনী স্কুলমাঠে এনে গনধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। গ্রেফতার রিপন শেখ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বর্শিবাওয়া গ্রামের মৃত আফজাল শেখের ছেলে।
উপজেলার মসনী গ্রামের শিশুর পিতা জানান, সন্ধ্যায় কৃষিক্ষেত থেকে আমার ফেরার অপেক্ষায় আমার কন্যা ভুট্টা ক্ষেতের পাশে অবস্থান করছিল। এ সময় রিপন শেখ তার শিশু কন্যাকে ভুট্টা ক্ষেতের মধ্যে মুখ চেপে ধরে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। আমার কন্যার চিৎকার ও কান্নার শব্দ শুনে মহিদুল এগিয়ে গেলে অভিযুক্ত রিপন শেখ দৌড়ে পালিয়ে গিয়ে রঘুদত্তকাঠী তার শ্বশুর হাবির শেখের বাড়িতে আশ্রয় নেয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল আলম জানান, শুক্রবার রাতে রিপনকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে অভিযুক্ত রিপনকে গ্রেফতার করে। এ ব্যাপারে কচুয়া থানায় মামলা দায়ের হয়েছে। আসামীকে শনিবার সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে কচুয়া থানা পুলিশ।