
চিতলমারী সরকারি এস এম স্কুলের ১৭টি ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পরবর্তী সাক্ষাৎ
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
চিতলমারী সরকারি সামছুন্নেছা মেমোরিয়াল মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঈদ পরবর্তী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ এপ্রিল) বিকেল ৫ টায় বিদ্যালয় চত্ত্বরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের ১৭টি ব্যাচের প্রতিনিধিত্বকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১৯৯৮ ব্যাচের শিক্ষার্থী মাসরুল সর্দার, ১৯৯৯ ব্যাচের দিপু খন্দকার, আলমগীর হোসেন আলম, মো. আতাউর রহমান (হান্নান), মো. রুবেল মোল্লা, শংকর মন্ডল, ২০০০ ব্যাচের মো. মুরাদ হোসেন তালুকদার, ২০০৩ ব্যাচের মো. মোস্তাফিজুর রহমান (রনি), মো. জিয়ারুল খন্দকার ও মো. শরিফুল হাসান, ২০০৭ ব্যাচের মো. জোবায়ের সর্দার (মার্জিন), ২০০৯ ব্যাচের আলী নেওয়াজ (ইমন), ২০১০ ব্যাচের এহসানুল হক আবির, আলী ইমাম ( বাপ্পী), মো. নবীনাজ মুন্সী ও মো. আশিকুর রহমান শুভ, পার্থ মন্ডল, ২০১১ ব্যাচের মো. এমরান গাজী, রুবেল মোল্লা, পাভেল মুন্সী, ২০১২ ব্যাচের মো. নাজিম শেখ, শেখ অনিক, ২০১৩ ব্যাচের ইশতিয়াক মাহমুদ তুফান ও কাজী সাব্বির, ২০১৪ ব্যাচের মো. জুবায়ের আরাফাত, ২০১৬ ব্যাচের মাহফুজর রহমান তুফান ও ২০২০-২০২৪ এর শিক্ষার্থীদের প্রতিনিধিত্বে ছিলো তাশরিফ হাবিব।
এ সময় গোল বৈঠকে প্রাক্তন শিক্ষার্থীরা এলামনাই এসোসিয়েশনের অগ্রযাত্রাকে বেগবান করার উদ্দেশ্যে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। সিদ্ধান্ত গুলো হলো-আনুষ্ঠানিক ভাবে অতিশিঘ্র নিবন্ধন কার্যক্রমের বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন সকল প্রাক্তন শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া। আসন্ন পবিত্র ঈদুল আযহার ছুটির সময় সকল ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে একটি পুনর্মিলনী আয়োজন করা।
শিক্ষার্থীদের ঈদ পরবর্তী সাক্ষাৎ অনুষ্ঠানটির শিল্প সহযোগি হিসেবে ছিলেন ১৯৭৮ ব্যাচের সেলিমুজ্জামান ঠান্ডা মুন্সি, ১৯৯০ ব্যাচের মীর মাসুদ হুসাইন বিপ্লব ও ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থী মো. সেলিম সুলতান সাগর।
চিতলমারী সরকারি সামছুন্নেছা মেমোরিয়াল মডেল উচ্চ বিদ্যালয়টি ১৯৪০ সালে শেরে বাংলা একে ফজলুল হকের ফুফু সামছুন্নেছা’র নামে প্রতিষ্ঠিত হয়।