ফকিরহাটে ব্যক্তিগত উদ্যোগে ১৪৬জনকে ২৫ কেজি করে চাল বিতরণ
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে ব্যক্তিগত উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার পাগলা দেয়াপাড়া এলাকায় ১৪৬ জন দরীদ্র পরিবারকে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। পাগলা দেয়াপাড়া নিবাসী বিশিষ্ট সমাজ সেবক ফেরদাউস আলমের ব্যক্তিগত উদ্যোগে এসব দরীদ্র পরিবারের মাঝে চাল প্রদান করা হয়।
শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টায় চাল বিতরণকালে অন্যদের মধ্যে স্থানীয় শেখ ইউনুস আলী, মো. সাইফুল ইসলাম, মো, আজিজ শেখ, মো. হাফিজুর শেখ, শেরআলী শেখ, আলমগীর হোসেন, আবুল হোসেন, ফিরোজ শেখ, ফরহাদ শেখ, নজরুল ইসলাম, শেখ মিজানুর রহমান, জলিল শেখ, আব্বাস হোসেন, খলিলুর রহমান, খোকনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে এই চাল উপহার পেয়ে এসব পরিবার অত্যান্ত খুশি হয়েছেন বলে জানান। বিশিষ্ট সমাজ সেবক ফেরদাউস আলম দীর্ঘদিন ধরে তার নিজ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা সহ অসহায় মানুষের পাশে থাকেন বলে স্থানীয়রা জানান।
তিনি কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনাতামূলক বিভিন্ন কাজ করেছেন। অসহায় পরিবারকে সহযোগিতা করা, মশা নিধনে বিভিন্ন বাড়ির চারপাশে ওষুধ স্প্রে করা সহ নানাবিধ কাজ করেছেন। এছাড়াও চলাচলে অনুপোযোগি কয়েকটি রাস্তায় মাটি ও ইটের সলিং করে দিয়েছেন তিনি। অনুরুপ তিনি বিভিন্ন রাস্তার দুইপাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেছেন বলে জানান।
