বাগেরহাটে নানা আয়োজনে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
01/01/1970 12:00:00নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে সোমবার (০৯) সেপ্টেম্বর বিকেলে শহরের স্বাধীনতা উদ্যানে জাতীয়তাবাদী মহিলা দল, বাগেরহাট জেলা শাখার সভাপতি শাহিদা আক্তারের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম।
এসময় আরও বক্তব্য দেন, জেলা বিএনপি নেতা সাহেদ আলী রবি , সৈয়দ নাসির আহমেদ মালেক, হাদিউজ্জামান হিরো, সরদার লিয়াকত হোসেন, জেলা মহিলা দলের সম্পাদিকা নারগিস আক্তার ইভা, লুনা গাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত প্রমুখ।
বক্তারা বলেন, বিগত সাড়ে ১৫ বছর আওয়ামী লীগ দেশটাকে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। সেই সাথে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর অত্যাচার করেছে, নেতাকর্মীদের মিথ্যা মামলায় বাড়ি ছাড়া করেছে সৈরাচারীরা। বিএনপি জনগণের দল। বিএনপি সব সময় জনগণের পাশে আছে। দেশ একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এসময় সাধারণ মানুষের পাশে দাড়ানো বিএনপির নেতাকর্মীদের অন্যতম দায়িত্ব। আগামীতে শঅন্তিপূর্ণ দেশ গড়তে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের পাশে দাড়ানোর আহবান জানান বক্তারা।
জাতীয়তাবাদী মহিলা দল, বাগেরহাট জেলা শাখার সভাপতি শাহিদা আক্তার বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন আদর্শ রাষ্ট্রনয়ক ছিলেন। তিনি শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের কাছে একজন দক্ষ নেতা হিসেবে পরিচিতি পান। তিনি ৯ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেন। বিগত দিনে সকল আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী ও কর্মীরা কাঁধে কাদ মিয়ে কাজ করেছে। বিপাদে দলকে আঁকড়ে ধরে রয়েছে। আগামী দিনে ও বি এন পির সকল আন্দোলন সংগ্রামের আমরা মাঠে ময়দানে থেকে জয় ছিনিয়ে আনবো বলে আশা করছি।
আলোচনাসভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সদস্য সংগ্রহসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা মহিলা দল।