
মুক্তিযুদ্ধের সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) রেলরোডস্থ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদারের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারের আগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজাদ রশীদি, সহ-সভাপতি এম এ ওয়াদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, অর্থ সম্পাদক তানভীর সোহেল, ক্রীড়া সম্পাদক খান মাহবুবুর রহমান বাদল, নির্বাহী সদস্য বকতিয়ার হোসেন (ডালিম), তিশা খানম মেহেদী হাসান রনী সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ সমাজের বিশিষ্টজনরা একসাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার করেন।