Logo
table-post
চিতলমারী আ’লীগের দপ্তর সম্পাদক ও ছাত্রলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি
চিতলমারী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিধান চন্দ্র ব্রহ্ম (৫০) ও চরবানিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ কামরুল মীর (২৫) কে গ্রেপ্তার করেছেন।

বুধবার (২৬ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতদের একটি নাশকতা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত বিধান চন্দ্র ব্রহ্ম উপজেলার কালশিরা গ্রামের কিরণ চন্দ্র ব্রহ্মের ছেলে ও কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কামরুল মীর চরবানিয়ারী মুসলিমপাড়া গ্রামের দলিল উদ্দিন মীরের ছেলে। 


চিতলমারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, গ্রেপ্তারকৃত বিধান চন্দ্র ব্রহ্ম ও কামরুল মীরের বিরুদ্ধে থানায় একটি (মামলা নং-০৪, তারিখ-০৬/০৩/২৫ খ্রিঃ) নাশকতা মমলা রয়েছে। সেই মামলায় বুধবার সকাল ১১ টায় কামরুল মীরকে খাসেরহাট বাজার এবং বিধান চন্দ্র ব্রহ্মকে ডুমুরিয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এদিন দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। 
 

@bagerhat24.com