Logo
table-post
মোংলা পৌর ও থানা শাখার প্রয়াত বিএনপি  নেতাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল
01/01/1970 12:00:00

মাসুদ রানা,মোংলা 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র সুস্থতা কামনা' বিএনপি, যুবদল ও ছাত্রদলের মোংলা পৌর ও থানা শাখার প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

 

সোমবার ২৪ মার্চ আছর বাদ এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

 

মোংলা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাও তৈয়বুর রহমান এ দোয়া মোনাজাত পরিচালনা করেন। 

 

শহীদ আঃ বাতেন, তোফাজ্জেল হক, সিরাজুল হক, মোল্লা আঃ রশিদ, তালুকদার আঃ হালিম, মমতাজুল ইসলাম, মৃধা নজরুল ইসলাম, মোল্লা আঃ জলিল, খলিলুর রহমান, মোঃ জুলফিকার আলী ভুট্ট, ফকির আঃ সালাম, আবুল কালাম আজাদ, মোঃ সফিউল্লাহ, খাঁন আইয়ুব আলী  প্রয়াত যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দরা  মোল্লা মোঃ শাহজাহান, নওশের ইকবাল টিটু (যুবনেতা), আলহাজ্ব মোঃ কাওসার আহম্মেদ, সি এম হ মোঃ বিপ্লব চৌধুরী, মোঃ শহিদুল ইসলাম, মোঃ ফেরদাউস, মোঃ হুমায়ুন, মোস্তাফিজ মোল্লা, মোঃ বারেক সহ অন্যান্য প্রয়াত ছাত্র নেতৃবৃন্দের স্বরনে তাদের রুহের মাগফিতার কামনা করে দোয়া ও ইফতার মাহফিল করা হয় 

 

 

ইফতার মাহফিল'র আয়োজন করেন সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ তারা হলেন, রতন মাহমুদ, সুমন মল্লিক, মামুন ভূঁইয়া, নুর উদ্দিন টুটুল, বি.এম ওয়াসিম আরমান, মহাসিন পাটোয়ারী, দিদারুল আল, আল-আমিন হাওলাদার, লোকমান হোসেন, বেল্লাল হোসেন, রেজা মাসুদ, মোঃ জামাল, মোঃ মামুন মল্লিক,  নাজমুল ইসলাম মানিক সহ ফাহাদ। 

 

এ সময় ইফতার  ও দোয়া মাফিলে উপস্থিত ছিলেন  মোংলা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ এমরান হোসেন, মোঃ আলম, জসিম উদ্দিন, সালাম ব্যাপারী বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ, আল মামুন মিঠু, জিয়াউর রহমান হিরণ, মাসুম বিল্লাহ,   সুমন মল্লিক,  মামুন ভুইয়া, মোঃ কামাল হোসেন,  নুর উদ্দিন টুটুল,  মহসিন পাটোয়ারী সহ পৌর ও থানা বিএনপির বিভিন্ন নেতা কর্মীরা। 

@bagerhat24.com